১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি বাংলা বানান শুদ্ধিকরণ শেখার ৪০টি নিয়ম ১০০% কমন ১ নম্বর
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি বাংলা বানান শেখার ৪০টি নিয়ম ১০০% কমন ১ নম্বর থাকবে এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বানান থেকে প্রতি বছর ১ নম্বরের প্রশ্ন আসে। এই ১ নম্বর সহজেই পাওয়া যায়, যদি আপনি বানান শেখার ৪০টি নিয়ম জানেন। এই ৪০টি নিয়ম এমনভাবে তৈরি করা হয়েছে, যা খুব সহজে মনে রাখা যায়। প্রতিদিন কয়েকটি নিয়ম পড়লেই আপনি সব মনে রাখতে পারবেন।
যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য এই বানান শেখার নিয়মগুলো ১০০% কমন হতে পারে ১ নম্বর এর জন্য। তাই এখনই সময় বানান শেখার ৪০টি নিয়মগুলো শিখে নেওয়ার এবং ১ নম্বরও আপনাকে ১৯ তম শিক্ষক নিবন্ধন এ উত্তীর্ণ করতে সাহায্য করবে।
আরও পড়ুন
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি সমাস ১ মার্ক কমন ১০০%
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি বিপরীত শব্দ ১ মার্ক কমন ১০০%
শব্দ থেকে ১ মার্ক কমন ১০০% [১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শব্দ
বাংলা বানান শুদ্ধিকরণ শেখার ৪০টি নিয়ম




বাংলা বানান শুদ্ধিকরণ থেকে ৩০টি বারবার আসা প্রশ্ন ও উত্তর
প্রশ্ন (শুদ্ধ বানান নির্ধারণ করুন) | সঠিক উত্তর |
---|---|
নিচের কোনটি শুদ্ধ বানান? (ক) নিষ্পৃহ (খ) নিস্পৃহ | (ক) নিষ্পৃহ |
শুদ্ধ বানান কোনটি? (ক) সুযোগ্য (খ) সুযোগ্য | (ক) সুযোগ্য |
নিচের কোনটি শুদ্ধ? (ক) নির্ভার (খ) নিঃভার | (ক) নির্ভার |
‘নিঃশব্দ’ শব্দের শুদ্ধ বানান কোনটি? | নিঃশব্দ |
নিচের কোনটি শুদ্ধ বানান? (ক) প্রত্যেক (খ) প্রতি-এক | (ক) প্রত্যেক |
শুদ্ধ বানান কোনটি? (ক) রাষ্ট্রীয় (খ) রাষ্ট্রিয় | (ক) রাষ্ট্রীয় |
নিচের কোন বানানটি সঠিক? (ক) অনুশীলন (খ) অনুশেলন | (ক) অনুশীলন |
“দৃষ্টান্ত” শব্দের সঠিক বানান কোনটি? | দৃষ্টান্ত |
শুদ্ধ বানান কোনটি? (ক) বাহ্যিক (খ) বাহিরিক | (ক) বাহ্যিক |
‘নিবেদন’ শব্দের সঠিক বানান কোনটি? | নিবেদন |
নিচের কোনটি শুদ্ধ? (ক) অনুকম্পা (খ) অনুকম্পা | অনুকম্পা |
“আলোচনা” শব্দের শুদ্ধ বানান কোনটি? | আলোচনা |
শুদ্ধ বানান কোনটি? (ক) বৈজ্ঞানিক (খ) বিজ্ঞানিক | (ক) বৈজ্ঞানিক |
নিচের কোনটি শুদ্ধ বানান? (ক) ব্যাখ্যা (খ) ব্যখ্যা | (ক) ব্যাখ্যা |
‘কৃতজ্ঞ’ শব্দে কতটি যুক্তব্যঞ্জন আছে? | ২টি (ক্ + র, ত্ + জ্ঞ) |
“প্রতিযোগিতা” শব্দটি কিভাবে শুদ্ধ? | প্রতিযোগিতা |
নিচের কোনটি শুদ্ধ? (ক) অনুগ্রহ (খ) অনুগ্রহ | (ক) অনুগ্রহ |
“নির্বাচন” শব্দের বিপরীত শব্দ কী? | বর্জন |
নিচের কোন বানানটি শুদ্ধ? (ক) চঞ্চল (খ) চঞল | (ক) চঞ্চল |
“সাহিত্য” শব্দের শুদ্ধ বানান কোনটি? | সাহিত্য |
শুদ্ধ বানান কোনটি? (ক) কল্পনা (খ) কল্প্না | (ক) কল্পনা |
“উৎসব” শব্দটি শুদ্ধ কিনা? | হ্যাঁ, উৎসব |
“নির্বাক” শব্দের শুদ্ধ বানান কী? | নির্বাক |
নিচের কোনটি শুদ্ধ বানান? (ক) প্রত্যাশা (খ) প্রতাশা | (ক) প্রত্যাশা |
শুদ্ধ বানান কোনটি? (ক) রাষ্টের (খ) রাষ্ট্রের | (খ) রাষ্ট্রের |
“অন্তঃপুর” শব্দে ‘ঃ’ আছে কি? | হ্যাঁ, আছে |
‘বিজ্ঞাপন’ শব্দের সঠিক বানান কোনটি? | বিজ্ঞাপন |
“উপযুক্ত” শব্দের শুদ্ধ বানান কোনটি? | উপযুক্ত |
নিচের কোনটি শুদ্ধ? (ক) শ্রদ্ধা (খ) শ্রদ্ধ | (ক) শ্রদ্ধা |
“পরীক্ষা” শব্দের শুদ্ধ বানান কোনটি? | পরীক্ষা |
বাংলা বানান শুদ্ধ করার নিয়ম
১. পদে ইংরেজি বা বিদেশি শব্দ থাকলে, তা মূল বানানে থাকবে।
যেমন: টেলিভিশন, রেডিও, ব্যাংক, স্কুল, কলেজ, হাসপাতাল, পুলিশ, কমিটি, বাস, ট্যাক্সি ইত্যাদি।
২. বিদেশি শব্দে মূল বানান বজায় রেখে লেখতে হবে।
যেমন: প্রিন্সিপাল, রেজিস্ট্রেশন, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, অ্যাম্বুলেন্স ইত্যাদি।
৩. পদে “তা”, “ত্ব” থাকলে, “ত্ব” – এর ব্যবহার হবে।
যেমন: সৌন্দর্য + ত্ব = সৌন্দর্যত্ব (সৌন্দর্যতা নয়)।
৪. কিছু শব্দে অনুরূপ বানান থাকলেও নির্দিষ্ট শব্দেই লেখা উচিত।
যেমন: উৎসাহ, পরামর্শ, সম্পর্ক, তথ্য, দর্শন, বক্তব্য ইত্যাদি।
৫. ‘র’ + ব্যঞ্জনবর্ণ = যুক্ত বর্ণ হয় না, বরং আলাদা লেখতে হয়।
যেমন: ‘র’ + ‘চ’ = রচ; ‘র’ + ‘গ’ = রগ।
৬. ইংরেজি শব্দের শেষে “ই” বা “ইয়” থাকলে, সাধারণত তার বানানে ‘ই’ বসে।
যেমন: জেলি, কফি, রেডি, বাবু, রিমি ইত্যাদি।
৭. ‘ও’ বা ‘আ’ বর্ণ দিয়ে শেষ হলে, বাংলা বানানে পূর্ণ রূপ দিতে হয় না।
যেমন: হিন্দুস্থান নয়, হিন্দুস্তান।
৮. একাধিক উপসর্গ যুক্ত শব্দে একাধিক ‘উ’ ব্যবহারে বানান ভুল হয়।
যেমন: অত্যন্ত, অধিকাংশ, অতুলনীয়, অলঙ্ঘনীয় ইত্যাদি।
৯. কিছু ইংরেজি শব্দে বাংলা অর্থ থাকলেও, বাংলা ব্যবহারে মূল শব্দই গ্রহণযোগ্য।
যেমন: ব্যাঙ্ক, স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, পুলিশ ইত্যাদি।
১০. কোনো শব্দের অর্থ ও ব্যবহার যদি সুনির্দিষ্ট হয়, তবে তা পরিবর্তন করা যাবে না।
যেমন: শিক্ষক, কর্মচারী, ডাক্তার, নার্স, পুলিশ ইত্যাদি।
১১. উপসর্গ + শব্দ মিলিয়ে বানান গঠন হয়।
যেমন: উপ + কর = উপকার, সু + রুচি = সুরুচি।
১২. ইংরেজি কিছু শব্দের বাংলা রূপ দিতে হয় না, সেগুলো তেমনভাবেই ব্যবহৃত হবে।
যেমন: সিট, শিট, রেজিস্ট্রেশন, মিশন ইত্যাদি।
১৩. ইংরেজি শব্দের শেষ অক্ষর যদি “ন”, “স”, “টি”, “মিশন” হয়, তবে তা বাংলায় একইভাবে লেখা হয়।
যেমন: মিশন, টেনশন, রেজিস্ট্রেশন ইত্যাদি।
১৪. ইংরেজি কোনো শব্দ বাংলায় ব্যবহারে অর্থ বুঝে সঠিক বানান লিখতে হবে।
যেমন: অ্যাডভোকেট, অ্যাকাডেমিক, অ্যাসিস্ট্যান্ট, অ্যাম্বুলেন্স ইত্যাদি।
১৫. একাধিক ব্যঞ্জনবর্ণ বা যুক্ত শব্দে “ই-কার” বা “ঈ-কার” ব্যবহারে ভিন্নতা থাকবে।
যেমন: শিক্ষক, শিষ্য, দীক্ষা, নির্দেশ, নিষেধ ইত্যাদি।
১৬. প্রাত্যহিক শব্দের শেষে বা মাঝে কিছু বর্ণের উচ্চারণ বা যোগে বানান পরিবর্তন হয় না।
যেমন: বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য ইত্যাদি।
১৭. বাংলা বানানে একাধিক শব্দ থাকলে যুক্ত বর্ণের ব্যবহার হয় না।
যেমন: উপ-কার, নিরুৎসাহ, অতিরিক্ত ইত্যাদি।
১৮. বাংলা ও ইংরেজির মিশ্রণে কোনো শব্দ থাকলে, যথাযথ ব্যাকরণ মেনে চলতে হয়।
যেমন: ই-কমার্স, অনলাইন-ক্লাস, স্মার্টফোন ইত্যাদি।
১৯. বিদেশি ভাষা থেকে আসা শব্দে বাংলা অর্থ থাকলেও, বাংলা বানানে রূপান্তর হয় না।
যেমন: টিভি, মোবাইল, অফিস, অনলাইন, সেলফি ইত্যাদি।
২০. পরিশিষ্ট, পরামর্শ, তথ্য, ব্যাখ্যা, আলোচনা ইত্যাদি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়।
২১. ‘তা’ এবং ‘ত্ব’ যুক্ত শব্দে ‘ত্ব’ ব্যবহার করলে তা গঠনগতভাবে সঠিক হয়।
যেমন: জ্ঞান + ত্ব = জ্ঞানত্ব (জ্ঞানতা নয়)।
২২. কোনো শব্দে ধ্বনি মেলালে বা উচ্চারণ অনুসারে বানান নয়, শুদ্ধ বানান লিখতে হবে।
যেমন: কাঁচি (কাঁচি, কাঁছি নয়), শ্রদ্ধা (স্রদ্ধা নয়)।
২৩. বাংলা বানানে যেসব শব্দে ‘আ’ থাকে তা ‘অ’ দিয়ে লেখা যাবে না।
যেমন: আপেল, আম, আলু, আশা ইত্যাদি।
২৪. যেসব শব্দে উচ্চারণ হয় কিন্তু লেখায় উচ্চারণ মিলে না, সেগুলো ভুল হবে না।
যেমন: মসজিদ, দোতলা, কবরস্থান ইত্যাদি।
২৫. পদে “ত্ব” থাকলে তা যথাযথভাবে ব্যবহৃত হবে।
যেমন: ন্যায় + ত্ব = ন্যায্যতা।
২৬. ক্রিয়া বা ধাতু পদে ব্যবহৃত শব্দের বানানে সচেতন থাকতে হবে।
যেমন: বলা, খাওয়া, দেখা, নেওয়া, চাওয়া ইত্যাদি।
২৭. বিভ্রান্তিকর শব্দ যেমন: শিখা-শেখা, লেখা-লিখা ইত্যাদি যথাযথভাবে বুঝে লিখতে হবে।
২৮. বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াবিশেষণ – তিনটিতেই ভিন্ন বানান প্রয়োগ হয়।
যেমন: দ্রুত (বিশেষণ), দ্রুতই (ক্রিয়াবিশেষণ)।
২৯. উপসর্গ, প্রতিনির্দেশ, অনুজ্ঞাসূচক শব্দের ক্ষেত্রে মূল বানানে পরিবর্তন করা যাবে না।
৩০. শব্দের শেষে “ণ” বা “ন” ব্যবহারে শুদ্ধ রূপ জানা প্রয়োজন।
যেমন: প্রেরণা (প্রেরনা নয়), অনুপ্রেরণা ইত্যাদি।
৩১. ব্যঞ্জনবর্ণ যুক্ত শব্দে সঠিক যুক্তাক্ষর ব্যবহার করতে হবে।
যেমন: অগ্রগতি, শ্রদ্ধা, স্বপ্ন, সঞ্চয় ইত্যাদি।
৩২. শব্দে ‘স’ না ‘শ’ হবে তা বুঝে লিখতে হবে।
যেমন: শিক্ষা, শিক্ষক, শোষণ ইত্যাদি।
৩৩. শব্দে ‘র’ বা ‘ড়’ কোনটি হবে তা নির্ধারিত নিয়ম অনুযায়ী লিখতে হবে।
যেমন: গাড়ি (গাড়ী নয়), বাড়ি (বাড়ী নয়)।
৩৪. প্রভৃতি, ইত্যাদি, আদ্য, ইত্যাদি এদের যথাযথভাবে লিখতে হবে।
৩৫. অভিধান অনুযায়ী শব্দের বানান যাচাই করা উচিত।
৩৬. বিদেশি শব্দে ‘ডাবল লেটার’ (double letter) থাকলে তা হুবহু রাখলে ভালো।
৩৭. ‘শ্র’ যুক্ত শব্দে র-ফলা থাকে না।
যেমন: শ্রদ্ধা, শ্রেষ্ঠতা ইত্যাদি।
৩৮. কিছু শব্দে ধ্বনি পরিবর্তন হলেও বানান পরিবর্তন হয় না।
যেমন: বেদনা, সজল, পদ্য ইত্যাদি।
৩৯. ‘ৎ’ যুক্ত শব্দে সঠিক বানান জানা অত্যাবশ্যক।
যেমন: কৃত, ঋতু, ভৃত্য ইত্যাদি।
৪০. শব্দ ব্যবহারে সর্বদা একটি শুদ্ধতা মেনে চলা উচিত।
Read More
কোরবানির গরু দিয়ে কি আকিকা হয়
কোরবানির নিয়ম ও দোয়া | গরু ছাগল কোরবানির নিয়ম
Eid ul Adha 2025 in Bangladesh – Heartfelt Wishes and Messages That Truly Matter
Eid ul Adha 2025 in Bangladesh – A Celebration of Faith, Family & Generosity
Memorial Day Sales Deals 2025 – The Best Discounts You Can Grab Right Now
Is Costco Open on Memorial Day 2025? Understanding Costco’s Memorial Day Closure
Memorial Day 2025: Honoring the Fallen, Embracing the Legacy
পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার মিটার রিডার ও বিলিং সহকারী
ঈদ মোবারক স্ট্যাটাস বাংলা 2025 | Eid Mubarak Status Bangla
Qurbani Eid 2025 | কুরবানি ঈদ ২০২৫
ঈদ উল আযহার শুভেচ্ছা বার্তা ২০২৫ | ঈদ উল আযহা 2025
শিক্ষা ক্যাডারে বিশেষ বিসিএস ২০২৫
কুরবানি কাদের উপর ফরজ | কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত কয়টি
ঈদুল আযহারের সুন্নত আমল কী কী? ঈদের দিনের আমল
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন: অনলাইন ফরম, ফি, প্রিন্ট, যাচাই ও বাতিলের নিয়ম